বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাই কোর্ট। রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। ২৬ আসামির মধ্যে ৪ জন পলাতক। যাদের একজন ৫ আগস্টের সময় জেল থেকে পালিয়ে যান। স্মর্তব্য, বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনের ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। ২০২২ সালের ৬ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে দাখিল করা হয়। স্পর্শকাতর এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরার ফাহাদের পরিবার। তার বাবা ও ভাই দ্রুত দণ্ডাদেশ কার্যকরের আরজি রাখেন। আবরার হত্যাকাণ্ড সারা দেশে ক্ষোভের সৃষ্টি করে। একজন মেধাবী ছাত্রকে তার শিক্ষাপ্রতিষ্ঠানের মন্দ রাজনীতিতে বখে যাওয়া ছাত্ররা পিটিয়ে হত্যা করতে পারে, তা মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে দেশবাসীর পক্ষে। দাবি ওঠে বুয়েটসহ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হোক। আমরা উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি এ রায় দ্রুত বাস্তবায়িত হবে।
শিরোনাম
- আমার লজ্জা নেই, জিম লুক নয় শাড়িতেই খুশি: বিদ্যা
- ঘরে ঘরে পৌঁছাতে হবে ৩১ দফা: তারেক রহমান
- যৌন হেনস্থার অভিযোগ অনুরাগের বিরুদ্ধে: ‘সম্মতি ছাড়া গায়ে হাত’
- জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লার দাপট, খুলনাকে হারালো ১৩৪ রানে
- বানারীপাড়ায় শিক্ষিকার ঘরে মধ্যরাতে ডাকাতি, ২১ ভরি স্বর্ণালঙ্কার লুট
- ঢাবিতে কুয়েটের শিক্ষার্থীদের অনশনের প্রতি সংহতি
- রিয়েল এস্টেট কেলেঙ্কারিতে মহেশবাবু
- নাগের চরিত্রে অক্ষয় নয়, চূড়ান্ত কার্তিক
- জালিয়াতির শিকার সনু
- ডক্টরেট ও স্বর্ণপদকে সম্মানিত অভিনেত্রী মিঠাই
- নিরাপত্তার জন্যই কি ভারত ছেড়ে হঠাৎ বিদেশে স্থায়ী সাইফ?
- ৮২-তেও অমিতাভের ফিটনেস রহস্য জানালেন নিজেই
- শিশু সোয়াইবের সারা শরীরজুড়ে ছ্যাঁকা, হাতের নখ উপড়ানো, করানো হতো ভিক্ষা
- চীনের ফেরত দেওয়া যুক্তরাষ্ট্রের বোয়িংয়ে নজর ভারতের
- ট্রাম্পের রাজনৈতিক কৌশলের সঙ্গে নাৎসি জার্মানির মিল দেখছেন আল গোর
- বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন
- ইডেনে ঢোকায় নিষেধাজ্ঞা প্রসঙ্গে যা বললেন ভোগলে
- বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের
- মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!
- ইরানের হাতে অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র!
আবরার হত্যার রায়
শাস্তি দ্রুত কার্যকর হোক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর