বিমসটেক সম্মেলনের সাইড লাইন বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন। ভারতের পক্ষ থেকে গত আট মাস ধরে বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত নয়, সেহেতু শীর্ষ পর্যায়ের বৈঠকে তারা আগ্রহী নয়। বলা হচ্ছিল, দ্বিপক্ষীয় কোনো আলোচনায় শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। কিন্তু শুক্রবার ব্যাংককে বৈঠক চলে ৪০ মিনিট ধরে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ভারতে পলাতক পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি তোলা হয়েছে। তিস্তার পানিবণ্টন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিও তুলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ভারতের পক্ষ থেকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করা হয়েছে। আলোচিত হয়েছে অন্যান্য প্রসঙ্গও। দ্বিপক্ষীয় বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি ছবি উপহার দেন। ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড. ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী যে স্বর্ণপদক প্রদান করেন, ছবিটি সে সময়ের। ইউনূস-মোদি বৈঠককে ঢাকা-দিল্লি দুই পক্ষ থেকেই ফলপ্রসূ বলে স্বীকার করা হয়েছে। সব পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে সব সময় সুসম্পর্কের আগ্রহই প্রকাশ করা হয়েছে। দুই শীর্ষ নেতার বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে যে দূরত্বের মেঘ জমেছিল, তার অবসান ঘটেছে। ভারতের দিক থেকে নানামুখী কূটনৈতিক চাপ ও অপপ্রচারণা সত্ত্বেও তৃতীয় দেশে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইড লাইন বৈঠককে কূটনৈতিকভাবে বাংলাদেশের জয় বলে ভারতীয় সংবাদমাধ্যমেও স্বীকার করা হয়েছে। শীর্ষ বৈঠকে দেশের পক্ষে দৃঢ়তার সঙ্গে কথা বলে ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন বাংলাদেশ আর কখনো কারোর সঙ্গে নতজানু ভূমিকা পালন করবে না। আঞ্চলিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আশা করা যায় ড. মুহাম্মদ ইউনূসের চেয়ারম্যানশিপকালে এ সংগঠনকে কেন্দ্র করে বহুপাক্ষিক যোগাযোগ বাড়বে। ভারতের পক্ষ থেকে সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সমমর্যাদায় পথ চলার মানসিকতায়ও প্রতিফলন ঘটবে।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার