মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্কারোপের মাধ্যমে যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করেছেন। এ স্থগিতাদেশ কার্যকর হবে চীন ছাড়া অন্য সব দেশের ক্ষেত্রে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতি চীন থেকে পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ আগে ঘোষিত ১০৪ থেকে ১২৫ শতাংশে উন্নীত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এ ফরমান বাংলাদেশসহ যেসব উন্নয়নশীল দেশ বাড়তি শুল্কারোপে অসহায় অবস্থায় পতিত হয়েছিল, আপাতত তারা নিস্তার পাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় দেনদরবার করে একটা ন্যায়সংগত সমাধানের ব্যাপারে আশাবাদী হয়েও উঠেছেন তারা। ট্রাম্পের নতুন সিদ্ধান্তকে অনেকটা ইউটার্ন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের ওপর গত সপ্তাহে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় যে শঙ্কা সৃষ্টি হয়েছিল, তা স্থগিতের সিদ্ধান্তে রপ্তানিকারকরা স্বস্তি পাবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করা হয়েছে। নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর নেই বা তা গ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধাসংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। এ প্রেক্ষাপটে চীন ছাড়া অন্য দেশগুলোর নতুন শুল্কহার স্থগিত করা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক দিতে হবে অপরিহার্যভাবে। যেসব দেশ বিনা শুল্কে রপ্তানি সুবিধা পেত, তা থেকে তারা বঞ্চিত হবে। আমরা আশা করব, অনিশ্চয়তার অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় উপনীত হওয়ার জন্য সরকার আরও বেশি সচেষ্ট হবে।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক