‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ প্রবচন সুপ্রাচীন। বিষয়টা সমাজে অপচর্চার বাজে নজিরে পরিণত হয়েছে। দিন যায়, সরকার বদলায়, স্বৈরাচারের পতন হয়- নতুন বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়- কিন্তু মামলাবিতর্ক কমে না। বড়ই দুর্ভাগ্য জাতির। নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে মামলার সংখ্যা বেড়েই চলেছে। একটা মামলায় শয়ে শয়ে মানুষকে আসামি করা হচ্ছে। এসব মামলা ঘিরে গড়ে উঠছে চাঁদাবাজ চক্র। চাঁদা না দিলেই আসামি হিসেবে জড়ানো হচ্ছে। প্রকৃত অপরাধীর সঙ্গে কুমতলবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ-নিরপরাধ ব্যক্তিদের নাম। বাদীরা এজাহারে উল্লিখিত অধিকাংশ মানুষকে চেনেনই না। এতে বিতর্কিত হয়ে পড়ছে জুলাই-আগস্টের রোমহর্ষক ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো। এসব মামলা প্রশ্নবিদ্ধ হলে বা গুরুত্ব হারালে তার সুযোগ নেবে স্বৈরাচারের দোসররা। এসব ঘটনায় লাগাম টানতে না পারায় স্বভাবতই প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। খোদ আইজিপি খেদের সঙ্গে স্বীকার করেছেন, মামলা মিথ্যা না, তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া বন্ধ করতে পারছি না। এটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। হয়তো কোনো অপরাধ করেছে পাঁচ-দশজন, কিন্তু মামলার আসামি করা হচ্ছে তিন-চার শ লোককে। তাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। টার্গেট করা হচ্ছে বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিদের। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পাঁয়তারা চালানো হচ্ছে। অবিলম্বে এ দুরাচার-দুবর্ৃৃত্তায়নের অবসান হওয়া চাই। যে সাম্য, ন্যায্যতা, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণ আন্দোলনে পথে নেমেছিল দেশের আপামর জনসাধারণ, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানবিক মর্যাদা পুনরুদ্ধার। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মানুষের সেই মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে প্রতিনিয়ত। শান্তি-স্বস্তি বিঘ্নিত হচ্ছে। তার বিরূপ প্রভাব পড়ছে- সমাজ, ব্যবসাবাণিজ্য ও অর্থনীতিতে। অসৎ চক্র লেবাস পাল্টে আজও অশুভ কলকাঠি নেড়ে চলেছে। এটা কিছুতেই চলতে পারে না। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আজও যদি সমাজে, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নিশ্চিত না হয়, তা হলে আর কবে হবে? রাজনৈতিক দুষ্টচক্রের দৌরাত্ম্যমুক্ত পরিবেশে কাজ করার এমন সুযোগ বারবার আসবে না।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
এখনো মামলাবাণিজ্য
শিষ্টের পালন নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর