‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ প্রবচন সুপ্রাচীন। বিষয়টা সমাজে অপচর্চার বাজে নজিরে পরিণত হয়েছে। দিন যায়, সরকার বদলায়, স্বৈরাচারের পতন হয়- নতুন বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়- কিন্তু মামলাবিতর্ক কমে না। বড়ই দুর্ভাগ্য জাতির। নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে মামলার সংখ্যা বেড়েই চলেছে। একটা মামলায় শয়ে শয়ে মানুষকে আসামি করা হচ্ছে। এসব মামলা ঘিরে গড়ে উঠছে চাঁদাবাজ চক্র। চাঁদা না দিলেই আসামি হিসেবে জড়ানো হচ্ছে। প্রকৃত অপরাধীর সঙ্গে কুমতলবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ-নিরপরাধ ব্যক্তিদের নাম। বাদীরা এজাহারে উল্লিখিত অধিকাংশ মানুষকে চেনেনই না। এতে বিতর্কিত হয়ে পড়ছে জুলাই-আগস্টের রোমহর্ষক ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো। এসব মামলা প্রশ্নবিদ্ধ হলে বা গুরুত্ব হারালে তার সুযোগ নেবে স্বৈরাচারের দোসররা। এসব ঘটনায় লাগাম টানতে না পারায় স্বভাবতই প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। খোদ আইজিপি খেদের সঙ্গে স্বীকার করেছেন, মামলা মিথ্যা না, তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া বন্ধ করতে পারছি না। এটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। হয়তো কোনো অপরাধ করেছে পাঁচ-দশজন, কিন্তু মামলার আসামি করা হচ্ছে তিন-চার শ লোককে। তাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। টার্গেট করা হচ্ছে বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিদের। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পাঁয়তারা চালানো হচ্ছে। অবিলম্বে এ দুরাচার-দুবর্ৃৃত্তায়নের অবসান হওয়া চাই। যে সাম্য, ন্যায্যতা, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণ আন্দোলনে পথে নেমেছিল দেশের আপামর জনসাধারণ, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানবিক মর্যাদা পুনরুদ্ধার। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মানুষের সেই মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে প্রতিনিয়ত। শান্তি-স্বস্তি বিঘ্নিত হচ্ছে। তার বিরূপ প্রভাব পড়ছে- সমাজ, ব্যবসাবাণিজ্য ও অর্থনীতিতে। অসৎ চক্র লেবাস পাল্টে আজও অশুভ কলকাঠি নেড়ে চলেছে। এটা কিছুতেই চলতে পারে না। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আজও যদি সমাজে, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নিশ্চিত না হয়, তা হলে আর কবে হবে? রাজনৈতিক দুষ্টচক্রের দৌরাত্ম্যমুক্ত পরিবেশে কাজ করার এমন সুযোগ বারবার আসবে না।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
এখনো মামলাবাণিজ্য
শিষ্টের পালন নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর