‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ প্রবচন সুপ্রাচীন। বিষয়টা সমাজে অপচর্চার বাজে নজিরে পরিণত হয়েছে। দিন যায়, সরকার বদলায়, স্বৈরাচারের পতন হয়- নতুন বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়- কিন্তু মামলাবিতর্ক কমে না। বড়ই দুর্ভাগ্য জাতির। নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে মামলার সংখ্যা বেড়েই চলেছে। একটা মামলায় শয়ে শয়ে মানুষকে আসামি করা হচ্ছে। এসব মামলা ঘিরে গড়ে উঠছে চাঁদাবাজ চক্র। চাঁদা না দিলেই আসামি হিসেবে জড়ানো হচ্ছে। প্রকৃত অপরাধীর সঙ্গে কুমতলবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ-নিরপরাধ ব্যক্তিদের নাম। বাদীরা এজাহারে উল্লিখিত অধিকাংশ মানুষকে চেনেনই না। এতে বিতর্কিত হয়ে পড়ছে জুলাই-আগস্টের রোমহর্ষক ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো। এসব মামলা প্রশ্নবিদ্ধ হলে বা গুরুত্ব হারালে তার সুযোগ নেবে স্বৈরাচারের দোসররা। এসব ঘটনায় লাগাম টানতে না পারায় স্বভাবতই প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। খোদ আইজিপি খেদের সঙ্গে স্বীকার করেছেন, মামলা মিথ্যা না, তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া বন্ধ করতে পারছি না। এটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। হয়তো কোনো অপরাধ করেছে পাঁচ-দশজন, কিন্তু মামলার আসামি করা হচ্ছে তিন-চার শ লোককে। তাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। টার্গেট করা হচ্ছে বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিদের। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পাঁয়তারা চালানো হচ্ছে। অবিলম্বে এ দুরাচার-দুবর্ৃৃত্তায়নের অবসান হওয়া চাই। যে সাম্য, ন্যায্যতা, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণ আন্দোলনে পথে নেমেছিল দেশের আপামর জনসাধারণ, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানবিক মর্যাদা পুনরুদ্ধার। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মানুষের সেই মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে প্রতিনিয়ত। শান্তি-স্বস্তি বিঘ্নিত হচ্ছে। তার বিরূপ প্রভাব পড়ছে- সমাজ, ব্যবসাবাণিজ্য ও অর্থনীতিতে। অসৎ চক্র লেবাস পাল্টে আজও অশুভ কলকাঠি নেড়ে চলেছে। এটা কিছুতেই চলতে পারে না। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আজও যদি সমাজে, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নিশ্চিত না হয়, তা হলে আর কবে হবে? রাজনৈতিক দুষ্টচক্রের দৌরাত্ম্যমুক্ত পরিবেশে কাজ করার এমন সুযোগ বারবার আসবে না।
শিরোনাম
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
- ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ
এখনো মামলাবাণিজ্য
শিষ্টের পালন নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর