দেশের বেসরকারি খাত প্রতি পদক্ষেপে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন পাল্টা শুল্কারোপ, রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, রিজার্ভস্বল্পতা, আর্থিক খাতের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার অবনতি এবং সামাজিক-রাজনৈতিক অস্থিরতায় শিল্পের গতিশীল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। চামড়া, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বিশেষজ্ঞ বিবেচনায় প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে শুল্কের হার বেশি। আমরা এখনো আমদানি করের ওপর বেশি নির্ভরশীল। রাজস্ব খাতে সংস্কারের অভাব ও প্রত্যক্ষ করের মাধ্যমে আয় বৃদ্ধিতে ব্যর্থতার ফলে পরোক্ষ কর ও আমদানি করের ওপর অতিনির্ভরতা দেখা দিচ্ছে। সরকার একদিকে প্রণোদনা হ্রাস করছে, অন্যদিকে জ্বালানিসহ অন্যান্য সেবার মূল্য বাড়াচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো, এ সময় ব্যবসায়ীদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ। আগামী বছর বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে বহু প্রত্যাশিত উন্নয়নশীল দেশের কাতারভুক্ত হবে। এতে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া কিছু সুবিধা বাতিল হবে। বড় ধাক্কাটা লাগবে রপ্তানি খাতে। কিছু সুবিধাও পাওয়া যাবে, কিন্তু সেগুলো অর্জন করে নিতে হবে। এসব নিয়ে শনিবার এক সেমিনারে বিস্তর আলোচনা হয়। এলডিসি-পরবর্তী সময়ে জিএসপিসুবিধা চলে গেলে আমাদের তৈরি পোশাকের মূল্য সাড়ে ৯ শতাংশ বৃদ্ধি পাবে। তখন বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয়। তবে এতে পোশাকশিল্প যে ধ্বংস হয়ে যাবে, তেমন আশঙ্কার কারণ নেই। দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায়, এ খাতে উন্নততর পণ্য উৎপাদনে ঝুঁকতে হবে। পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি গুণমান বর্ধিতকরণেরও সময় এসেছে। বাস্তবতার আপাত সংকটকে সম্ভাবনায় রূপান্তরের চ্যালেঞ্জ নিতে হবে। বিনিয়োগ আকর্ষণে পরিবেশ, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। সময়ের সঙ্গে টেক্কা দিয়ে চলার দৃঢ়তা করায়ত্বের বিকল্প নেই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হলে দেশ ও জাতির যে মর্যাদা বৃদ্ধি পাবে, তার মূল্য তো দিতেই হবে। অনেক সুবিধা থেকে বঞ্চিত হব সত্যি। শুধু তা-ই না, বেশ কিছু ক্ষেত্রে দানধ্যান, অধিক চাঁদাও দিতে হবে। এ সক্ষমতা অর্জনই জাতির জন্য ইতিবাচক। সবকিছু সামাল দিতে পর্যাপ্ত রাষ্ট্রীয় প্রণোদনা এবং ব্যবসায়ী-শিল্পপতি সমাজের সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।
শিরোনাম
- আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
- ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে সুদহার কমানোর ইঙ্গিত
- ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
- চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
- ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
- মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার
- বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন
- চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে : আবদুল মোমেন
- নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন টেইলর
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মৌন মিছিল
- বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল
- কুয়েতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
- ফের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু
- ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ
- রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ সময় আজ
- জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল
- শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসকসহ দুইজন আটক
এলডিসি-পরবর্তী উদ্বেগ
সময়োপযোগী কর্মকৌশল জরুরি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর