দেশের বেসরকারি খাত প্রতি পদক্ষেপে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন পাল্টা শুল্কারোপ, রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, রিজার্ভস্বল্পতা, আর্থিক খাতের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার অবনতি এবং সামাজিক-রাজনৈতিক অস্থিরতায় শিল্পের গতিশীল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। চামড়া, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বিশেষজ্ঞ বিবেচনায় প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে শুল্কের হার বেশি। আমরা এখনো আমদানি করের ওপর বেশি নির্ভরশীল। রাজস্ব খাতে সংস্কারের অভাব ও প্রত্যক্ষ করের মাধ্যমে আয় বৃদ্ধিতে ব্যর্থতার ফলে পরোক্ষ কর ও আমদানি করের ওপর অতিনির্ভরতা দেখা দিচ্ছে। সরকার একদিকে প্রণোদনা হ্রাস করছে, অন্যদিকে জ্বালানিসহ অন্যান্য সেবার মূল্য বাড়াচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো, এ সময় ব্যবসায়ীদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ। আগামী বছর বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে বহু প্রত্যাশিত উন্নয়নশীল দেশের কাতারভুক্ত হবে। এতে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া কিছু সুবিধা বাতিল হবে। বড় ধাক্কাটা লাগবে রপ্তানি খাতে। কিছু সুবিধাও পাওয়া যাবে, কিন্তু সেগুলো অর্জন করে নিতে হবে। এসব নিয়ে শনিবার এক সেমিনারে বিস্তর আলোচনা হয়। এলডিসি-পরবর্তী সময়ে জিএসপিসুবিধা চলে গেলে আমাদের তৈরি পোশাকের মূল্য সাড়ে ৯ শতাংশ বৃদ্ধি পাবে। তখন বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয়। তবে এতে পোশাকশিল্প যে ধ্বংস হয়ে যাবে, তেমন আশঙ্কার কারণ নেই। দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায়, এ খাতে উন্নততর পণ্য উৎপাদনে ঝুঁকতে হবে। পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি গুণমান বর্ধিতকরণেরও সময় এসেছে। বাস্তবতার আপাত সংকটকে সম্ভাবনায় রূপান্তরের চ্যালেঞ্জ নিতে হবে। বিনিয়োগ আকর্ষণে পরিবেশ, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। সময়ের সঙ্গে টেক্কা দিয়ে চলার দৃঢ়তা করায়ত্বের বিকল্প নেই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হলে দেশ ও জাতির যে মর্যাদা বৃদ্ধি পাবে, তার মূল্য তো দিতেই হবে। অনেক সুবিধা থেকে বঞ্চিত হব সত্যি। শুধু তা-ই না, বেশ কিছু ক্ষেত্রে দানধ্যান, অধিক চাঁদাও দিতে হবে। এ সক্ষমতা অর্জনই জাতির জন্য ইতিবাচক। সবকিছু সামাল দিতে পর্যাপ্ত রাষ্ট্রীয় প্রণোদনা এবং ব্যবসায়ী-শিল্পপতি সমাজের সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।
শিরোনাম
- পিএসএলের তৃতীয় শিরোপা জিতল সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর
- মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ২
- ক্লাসেনের ৩৭ বলে সেঞ্চুরি, হায়দরাবাদের রেকর্ড রান
- ফাইনালে রিশাদের লাহোরকে বড় লক্ষ্য দিলো কোয়েটা
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান
- এক-দুই মাসের মধ্যে ৫০ শতাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে: বিটিএমএ সহসভাপতি
- নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না : প্রেস সচিব
- ফাইনালে রিশাদকে নিয়ে বোলিংয়ে লাহোর, নেই সাকিব-মিরাজ
- শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স
- শাল গাছ লাগানো, সীমানা চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
- টাকার অভাবে ছিল না আইনজীবী, সত্য স্বীকারে জামিন
- বগুড়ায় ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ
- নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ
- বাংলাদেশের দল ঘোষণা, জায়গা হয়নি সাবিনা-সানজিদার
- দিনাজপুরে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল
- মে’র ২৪ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স
- অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থানে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন : ফারুকী