বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রাণকেন্দ্র হোক- এ কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের তিনি বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের আদর্শ স্থান। কিন্তু বাস্তব অবস্থা একই সুরে বাজছে না। চলতি রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক স্থবিরতার প্রভাব পড়েছে দেশের বিনিয়োগ ও শিল্পবাণিজ্য খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ২৮ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ শতাংশের বেশি। এটা উদ্বেগের বিষয়। কারণ, মূলধনি যন্ত্রপাতি আমদানির ওপর নির্ভর করে দেশে নতুন শিল্পকারখানা স্থাপিত হয়, যা কর্মসংস্থান তৈরি করে। কিন্তু বর্তমানে নতুন শিল্প স্থাপনার গতি শ্লথ হওয়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতেই প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট ক্ষেত্রের আগাপাশতলা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল মহল মাত্রেই একমত যে, বিদেশিরা তখনই বিনিয়োগ করেন, যখন দেশীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসেন। কিন্তু সংগত-অসংগত নানা কারণে দেশীয় বিনিয়োগকারী বা উদ্যোক্তারা অনেকটাই হাত গুটিয়ে বসে আছেন। তাই বিদেশিরাও সেভাবে আসছেন না। তবে আশার আলো দেখা দিতে শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বেজা ও বেপজা গত সাত মাসে প্রায় ১০০ কোটি ডলারের নতুন বিদেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিডা এ সময় ৭৩৯টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে ৬৬টি সম্পূর্ণ বিদেশি মালিকানায় এবং ৬১টি যৌথ উদ্যোগে। বোঝা যাচ্ছে- দেশের বিনিয়োগ পাইপলাইন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে চলেছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহায়তা প্রণোদনা, নিরাপত্তা এবং অবকাঠামোগত সহায়তা সম্প্রসারিত করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মনে স্বস্তি ও আস্থা প্রতিষ্ঠা করা জরুরি। তার জন্য চাই দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও প্রকৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন। রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত সংস্কার ছাড়া তা সম্ভব নয়। এজন্য জাতি প্রত্যাশা করে যে, অর্থনীতির কাক্সিক্ষত সমৃদ্ধি অর্জন এবং আশাব্যঞ্জক দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গতিশীল উৎপাদন ও রপ্তানি নিরবচ্ছিন্ন করতে করণীয় সবটাই করবে সরকার। জুলাই গণআন্দোলন-উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিতদের কাছে এটাই জনগণের প্রত্যাশা।
শিরোনাম
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
বিনিয়োগে বিরূপ প্রভাব
কেটে যাক অর্থনৈতিক স্থবিরতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর