চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের ব্যবসা ছিল গত কয়েক বছরের তুলনায় বেশ উন্নত। এ বছর এই সপ্তাহ পর্যন্ত ৬২টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকাই ছবির ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নিয়েছে দুটি ছবি। এ তালিকায় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ৯ কোটি ৫০ লাখ টাকা আয় করে চতুর্থ আর জাজ মাল্টিমিডিয়ার ‘নবাব’ ৯ কোটি টাকার ঘর ছুঁয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে। এ ছাড়া ব্যবসা সফল ছবির তালিকায় আছে জাজ মাল্টিমিডিয়ার ‘বস টু’, ‘ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, তৌকীর আহমেদের ‘হালদা’ হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। আলোচিত ছবির তালিকাও এবার বেশ সন্তোষজনক। এ তালিকায় আছে- মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, ফাকরুল আরিফিনের ‘ভুবন মাঝি’, শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার, শামীম আহমেদ রনির ‘রংবাজ’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনা বন্ধু’। এই হিসাবে চলতি বছরও সফল প্রযোজনা সংস্থার স্থান দখলে রেখেছে আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত নায়কের স্থানে যথারীতি আছেন শাকিব খান। তার অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো—সত্তা, রাজনীতি, নবাব, রংবাজ ও অহংকার। এই ৫টি ছবিই ব্যবসা সফল ও আলোচনায় এসেছে। নায়িকার মধ্যে পরীমণি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো— কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, অন্তর জ্বালা, সোনা বন্ধু এবং ইনোসেন্ট লাভ। ৫টি ছবি নিয়েই আলোচনায় ছিলেন পরী। এর বাইরে অপু বিশ্বাস একটি ছবি নিয়েই বাজিমাত করেছেন। ছবিটি হলো বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এ ছাড়া সুমনের ‘সোনা বন্ধু’ নিয়ে আলোচনায় ছিলেন পপি ও ডি এ তায়েব। বছরের শেষ ছবি হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি পাবে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি। এ ছবিটিও মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। ছবিটি মুক্তি পেলে এ বছর মুত্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হবে ৬৩। যা গত কয়েক বছরের তুলনায় বেশি। সব মিলিয়ে চলতি বছর ঢাকাই ছবির বাজার ছিল অনেকটা জমজমাট।
শিরোনাম
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
যেমন ছিল চলচ্চিত্র ২০১৭
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর