চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের ব্যবসা ছিল গত কয়েক বছরের তুলনায় বেশ উন্নত। এ বছর এই সপ্তাহ পর্যন্ত ৬২টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকাই ছবির ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নিয়েছে দুটি ছবি। এ তালিকায় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ৯ কোটি ৫০ লাখ টাকা আয় করে চতুর্থ আর জাজ মাল্টিমিডিয়ার ‘নবাব’ ৯ কোটি টাকার ঘর ছুঁয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে। এ ছাড়া ব্যবসা সফল ছবির তালিকায় আছে জাজ মাল্টিমিডিয়ার ‘বস টু’, ‘ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, তৌকীর আহমেদের ‘হালদা’ হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। আলোচিত ছবির তালিকাও এবার বেশ সন্তোষজনক। এ তালিকায় আছে- মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, ফাকরুল আরিফিনের ‘ভুবন মাঝি’, শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার, শামীম আহমেদ রনির ‘রংবাজ’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনা বন্ধু’। এই হিসাবে চলতি বছরও সফল প্রযোজনা সংস্থার স্থান দখলে রেখেছে আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত নায়কের স্থানে যথারীতি আছেন শাকিব খান। তার অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো—সত্তা, রাজনীতি, নবাব, রংবাজ ও অহংকার। এই ৫টি ছবিই ব্যবসা সফল ও আলোচনায় এসেছে। নায়িকার মধ্যে পরীমণি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো— কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, অন্তর জ্বালা, সোনা বন্ধু এবং ইনোসেন্ট লাভ। ৫টি ছবি নিয়েই আলোচনায় ছিলেন পরী। এর বাইরে অপু বিশ্বাস একটি ছবি নিয়েই বাজিমাত করেছেন। ছবিটি হলো বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এ ছাড়া সুমনের ‘সোনা বন্ধু’ নিয়ে আলোচনায় ছিলেন পপি ও ডি এ তায়েব। বছরের শেষ ছবি হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি পাবে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি। এ ছবিটিও মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। ছবিটি মুক্তি পেলে এ বছর মুত্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হবে ৬৩। যা গত কয়েক বছরের তুলনায় বেশি। সব মিলিয়ে চলতি বছর ঢাকাই ছবির বাজার ছিল অনেকটা জমজমাট।
শিরোনাম
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
যেমন ছিল চলচ্চিত্র ২০১৭
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর