চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের ব্যবসা ছিল গত কয়েক বছরের তুলনায় বেশ উন্নত। এ বছর এই সপ্তাহ পর্যন্ত ৬২টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকাই ছবির ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নিয়েছে দুটি ছবি। এ তালিকায় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ৯ কোটি ৫০ লাখ টাকা আয় করে চতুর্থ আর জাজ মাল্টিমিডিয়ার ‘নবাব’ ৯ কোটি টাকার ঘর ছুঁয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে। এ ছাড়া ব্যবসা সফল ছবির তালিকায় আছে জাজ মাল্টিমিডিয়ার ‘বস টু’, ‘ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, তৌকীর আহমেদের ‘হালদা’ হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। আলোচিত ছবির তালিকাও এবার বেশ সন্তোষজনক। এ তালিকায় আছে- মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, ফাকরুল আরিফিনের ‘ভুবন মাঝি’, শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার, শামীম আহমেদ রনির ‘রংবাজ’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনা বন্ধু’। এই হিসাবে চলতি বছরও সফল প্রযোজনা সংস্থার স্থান দখলে রেখেছে আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত নায়কের স্থানে যথারীতি আছেন শাকিব খান। তার অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো—সত্তা, রাজনীতি, নবাব, রংবাজ ও অহংকার। এই ৫টি ছবিই ব্যবসা সফল ও আলোচনায় এসেছে। নায়িকার মধ্যে পরীমণি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো— কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, অন্তর জ্বালা, সোনা বন্ধু এবং ইনোসেন্ট লাভ। ৫টি ছবি নিয়েই আলোচনায় ছিলেন পরী। এর বাইরে অপু বিশ্বাস একটি ছবি নিয়েই বাজিমাত করেছেন। ছবিটি হলো বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এ ছাড়া সুমনের ‘সোনা বন্ধু’ নিয়ে আলোচনায় ছিলেন পপি ও ডি এ তায়েব। বছরের শেষ ছবি হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি পাবে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি। এ ছবিটিও মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। ছবিটি মুক্তি পেলে এ বছর মুত্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হবে ৬৩। যা গত কয়েক বছরের তুলনায় বেশি। সব মিলিয়ে চলতি বছর ঢাকাই ছবির বাজার ছিল অনেকটা জমজমাট।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
যেমন ছিল চলচ্চিত্র ২০১৭
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর