প্রথমবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করছেন আফফান মিতুল। নাম ‘ময়না’। সম্প্রতি সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। ২২ মার্চ থেকে টানা চলছে সিনেমাটির শুটিং। সিনেমায় মিতুলের চরিত্রটির নাম ‘রনি’। যিনি দেশের একজন নামকরা রকস্টার। ‘ময়না’ সিনেমার মাধ্যমেই প্রথমবার আফফান মিতুল আর রাজ রিপা জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। এ সিনেমায় তিনজন নায়কের একজন আফফান মিতুল। বাকি দুই নায়ক হলেন- কায়েস আরজু ও আমান রেজা। মিতুল গ্রামের ও শহর-দুই স্থানেই কাজ করছেন। সিনেমাটির পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। ছবির কাহিনিকার জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্যাহ খোকন।