বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বলিউড ড্রিমগার্ল হেমা মালিনী এখন...

পান্থ আফজাল

বলিউড ড্রিমগার্ল হেমা মালিনী এখন...

একজন মেয়ে, একজন মা, একজন স্ত্রী, একজন অভিনেত্রী- ‘বলিউড ড্রিমগার্ল’ হেমা মালিনীর জার্নিটা আর পাঁচজন তারকার মতো সহজ ছিল না। সবার ‘ড্রিমগার্ল’ হয়ে ওঠার পেছনে ছিল তাঁর কঠোর পরিশ্রম। স্বামী ধর্মেন্দ্র, দুই মেয়ে এষা-অহনা ও জামাই এবং তাঁদের সন্তানকে নিয়ে এখন হেমার ভরা সংসার। ৭৫ বসন্ত ছুঁইছুঁই। অথচ আজও দেখলে মনে হয় কত সজীব, কত তরুণ! শুধু নাচ ও অভিনয় দিয়েই নয়, হেমা দর্শকদের মুগ্ধ করেছেন অসাধারণ ফ্যাশন সেন্স দিয়েও। সত্তর দশকে নায়িকাদের বেলবটম প্যান্ট পরার চল তিনিই প্রথম শুরু করেন। সে সময় তরুণীদের মধ্যে এই ফ্যাশন বেশ জনপ্রিয় হয়। বেলবটম প্যান্ট, ফুলহাতা শার্ট আর মাথায় লম্বা হ্যাট পরা হেমাকে যত মিষ্টি লাগত, ঠিক ততটাই তাঁকে আকর্ষণীয় দেখায় দক্ষিণ ভারতীয় কাতান শাড়িতে। এ অভিনেত্রীর শাড়ির সংগ্রহও বিশাল বলে জানা যায়। বলিউড ড্রিমগার্লকে একান্তই নিজের করে পেতে চেয়েছেন তাবৎ হেমাপ্রেমিক। কিন্তু সে দৌড়ে সবাইকে পেছনে ফেলে জয়টা নিজের ঝুড়িতে নিয়েছিলেন বলিউড তারকা ধর্মেন্দ্র। দুজনকেই ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রেমময় দম্পতি। তবে বয়স হওয়ার কারণে বাড়ির বাইরে বের হওয়াও খানিকটা কমিয়ে দিয়েছেন। এই বয়সেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। নিয়মিত আপডেট দেন তাঁর জীবনযাত্রার। তাঁর অফিশিয়াল ফেসবুক ‘ড্রিমগার্ল হেমা মালিনী’ ও টুইটার অ্যাকাউন্ট হেমা মালিনীর (@ড্রিমগার্লহেমা) পোস্ট থেকে দেখা যায়, তিনি এ সময় বিভিন্ন অনুষ্ঠানে ভজন গীত গাওয়া, অ্যাওয়ার্ড প্রোগ্রামের অতিথি হওয়া, ফ্যাশন ব্র্যান্ড উদ্বোধনে যাওয়া, বিয়ের অনুষ্ঠানে, সুপার ড্যান্স ফোর, ইন্ডিয়ান আইডল সিজন ১৩, সারেগামাপালিটলচ্যাম্প-এর বিচারক হওয়াসহ বিভিন্ন ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ারও দিচ্ছেন। জানুয়ারি ২৬ তারিখে হেমা ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটার ও ফেসবুকে শেষ পোস্ট দিয়ে লিখেছেন, ‘দিজ ইজ আওয়ার ডে টু প্রাইড’। গত বছরের ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর জন্মদিন। এইদিনে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতেও ভুল করেননি হেমা। মজার ব্যাপার হচ্ছে, অভিনয়ে সফল হলেও নাচই হেমার জীবনের মূলমন্ত্র। নাচই তাঁর প্রথম ভালোবাসা। নাচে পটু হেমা ভারতীয় সব ধরনের নাচে দক্ষ। পশ্চিমা ঘরানার কিছু নাচও জানা আছে।

তিনি গত বছরের নভেম্বরে ব্যস্ত ছিলেন দুর্গাপূজায় ড্যান্স পারফরম্যান্স নিয়েও। একই মাসে পেয়েছেন ফিল্ম ফেয়ার মিডল ইস্ট থেকে আজীবন সম্মাননাসহ চ্যারিটি কাজের জন্য ‘সোসাইটি এচিভারস অ্যাওয়ার্ড’। এসব অনুষ্ঠানে হেমা মালিনী কখনো পরেছেন উজ্জ্বল রঙিন শাড়ি আবার কখনোবা হালকা রঙের সালোয়ার-কামিজ। জানা যায়, হেমা মালিনী গোলাপি রং পছন্দ করেন। তাই বেশির ভাগ অনুষ্ঠানে তাঁর পরিধেয় শাড়ির রং থাকে হালকা অথবা গাঢ় গোলাপি। বলিউডের কিংবদন্তি এই অভিনেত্রী ষাট থেকে নব্বই টানা তিন দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এখনো সময়-সুযোগ হলে সিনেমায় অভিনয় করে থাকেন। তিনি সর্বশেষ ২০২০ সালে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। নাম ‘সিমলা মিরচি’। হেমার সঙ্গে ছিলেন রাজকুমার রাও ও রাকুল প্রীত। এদিকে কিছুদিন আগে হেমা পাপারাজ্জিদের ক্যামেরায় এয়ারপোর্টে বন্দি হন। তাঁর পরনে ছিল সাদা, হালকা ব্লু-সবুজের মিশেলে সালোয়ার। বড় পর্দা থেকে রাজনীতির আঙিনায়ও তিনি সমুজ্জ্বল। হেমা মালিনী বিজেপির রাজনীতি করেন। তাই এখনো বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে দেখা যায়। তাঁকে বিভিন্ন সময় বেশ কিছু ইসকন মন্দির উদ্বোধনে অংশ নিতেও দেখা যায়। ‘ড্রিমগার্ল’ শুরুর দিন যতটা সুন্দরী ছিলেন, আজও ঠিক তেমনই সুন্দরী হেমা মালিনী। রহস্যটা কী? সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে হেমার সরল উত্তর, ‘তাই? আমি এখনো ওই রকমই আছি?’ আমাকে এই প্রশ্নটা হামেশাই করা হয়। অনেকবার অনেকরকম উত্তর দেব ভাবী। কিন্তু শেষ পর্যন্ত বলি ‘ওটা রহস্যই থাক’। হেমা মালিনী? ড্রিমগার্ল? বহু বাঙালি মহিলা এখনো এই নায়িকার মতো সুন্দরী হতে চান। আর বহু বাঙালি পুরুষের হৃদয়ে এখনো ঝড় উঠে এই নায়িকার জন্য। বড় পর্দায় তাঁকে খুঁটিয়ে দেখার কাজও সেরে ফেলেছে তাবৎ বিশ্ব। অনেকে বলেন, বয়স একটা সংখ্যামাত্র। বলিউডের অভিনেত্রী হেমা মালিনীকে দেখলে এ কথা বিশ্বাস হয়। তবে এই সময় বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর রয়েছে পজিটিভ ধারণা। তাঁর মতে, ‘এখন সুযোগ বেশি। অপশনও বেশি। কিন্তু কাজ সবাইকেই করতে হয়। প্রমাণ না করতে পারলে হবে না। যেমন দীপিকা। আমি তাকে খুব পছন্দ করি। সেন মুম্বাইয়ে আমার বইয়ের উদ্বোধনেও এসেছিল।’

সর্বশেষ খবর