মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাজলরেখা’। এতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাসদুয়েক আগে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এ সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন। আপাতত নতুন কোনো চলচ্চিত্র কিংবা ওয়েব সিরিজে অভিনয় করছেন না এ অভিনেত্রী। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে দেখা গেছে তাঁকে। মিথিলা বলেন, আমার শিক্ষাটা হচ্ছে- অন্যায় দেখলে প্রতিবাদ করব। আমি দেখেছি অন্যায় হচ্ছে, শিক্ষার্থীদের মারা হচ্ছে, প্রতিবাদ করেছি। আমার মনে হয়, সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে। ‘মূল আন্দোলনটা করেছেন শিক্ষার্থীরাই। ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদের। আমরা সমর্থন করেছি। চেষ্টা করেছি তাদের পাশে থাকার।’ তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন। এটাই হওয়া উচিত। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। তাহলেই দেশটা সুন্দর হবে।’