কাজাখস্তানে ইউরো এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’। কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। এর আগে ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে। এবার ইউরো এশিয়া উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। ছবিটির প্রদর্শনীও হয়ে গেছে। সেখানে অংশ নিয়েছেন পরিচালক আসিফ ইসলাম। অভিজ্ঞতা জানিয়ে আসিফ ইসলাম বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বের বড় বড় পরিচালক, ডিওপি, অভিনেতাদের সঙ্গে বসে ডিনার করেছি। তারা এখন বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে বেশ অবগত। এটা আমাদের চলচ্চিত্র নির্মাতাদের অর্জন।’ সংলাপবিহীন এই চলচ্চিত্রটি দেখে উচ্ছ্বসিত হন দর্শকরা। এ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান প্রমুখ।