মুক্তি পেতে যাচ্ছে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত সিনেমা 'জোনাকির আলো'। ইতোমধ্যে এটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী মাসেই 'জোনাকির আলো' মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
'জোনাকির আলো' সিনেমার শুটিং শেষ হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস। এরপর ভারতের মুম্বাই ও ঢাকায় এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ে 'থার্ড আই' আয়োজিত দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসব ও রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত 'ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ সিনেমাটি প্রদর্শিত হয়।
'জোনাকীর আলো'-তে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মীম ও কল্যাণ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিতি, শামস সুমন, গাজী রাকায়েত, তারিক আনাম, মিতা চৌধুরী, মনিরা মিঠু প্রমুখ।