অনেকটা শখের বসেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অভিনেত্রী নিম্নি। তার প্রথম চলচ্চিত্র 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল '। এটি পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক ও নাট্যনির্মাতা সাইফ চন্দন। অভিনয়ে প্রথম হলেও মিডিয়াতে নিম্নির শুরুটা মডেলিং দিয়ে। দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন অনেকটা সময়। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নিম্নি বলেন, অভিনয়ে আমার শুরুটা অনেকটা শখের বসে। আমি মডেলিং করেছি অনেক বছর কিন্তু অভিনয়ে আসব তার ওপর আবার চলচ্চিত্রে কল্পনাও করতে পারিনি। তবে 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল ' ছবিটির গল্প চন্দন ভাই আমাকে যখন বলেন আমার ভালো লেগেছে। তাই ভাবলাম অভিনয়টা শুরু করে দিই। শখের বসে শুরু করলেও আমি এখন প্রফেসনালই হিসেবে অভিনয়টা নিতে চাই। এরই মধ্যে আমার আরও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে। জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অভিনয় করার কথা আছে। চন্দন বলেন, 'আমার স্বপ্নের ছবি এটি। তাই সময় নিয়ে অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করছি। ছবির ৯০ ভাগ কাজ শেষ করেছি। এখন শুধু তিনটি গানের কাজ বাকি। তা ছাড়া আমি একজন সাংবাদিক বলে নিয়মিত অফিসও করতে হচ্ছে।