সম্ভ্রম হারানোর লজ্জায় অপমানে কনক আপুর আত্মহত্যা দেখেছিল বিনু। দেখেছিল তার বিষনীল মুখ, উগরে দেওয়া ফ্যানা; যা সে ভুলতে পারে না। একটি স্মৃতির পাতায় ধূলির আস্তর পড়তে না পড়তে আরও একটি পাতা রক্তাক্ত হয়। দূর স্থানে ঘটে যাওয়া প্রতিটি সম্ভ্রমহানির সংবাদ কনক আপুকে সমান কষ্টে তাড়ায়, ঘোরায়; প্রেত-নৃত্য করে চোখের সামনে। জ্বলে ওঠে বিনু। আবার ভাঙেও। কষ্ট দ্রোহ অভিমানের কথা বলে সে আকাশ পাখি, ক্ষেতের ফসলের কাছে। ক্রমশ অচেনা লাগে তার চিরচেনা চারপাশ। অনর্থক মনে হয় গৌরবময় সব অর্জন। তবুও স্বপ্ন দেখে বিনু। দেখে নারীও মানবিক মর্যাদায় স্বাধীন পদক্ষেপ রাখে পৃথিবীর পথে। কিন্তু হায়! সে জানে না, কনক আপু, ইরাবতী অথবা সেই যুবতীর পরিণতি তাকেও বরণ করতে হবে- তারই প্রিয় স্কুলের পথে। সেই বেদনাগাথা কথামালা সারস ডানায় পরাণ পাখি। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমিতে নাটকটি উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন আই টি আই (বাংলাদেশ) সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন ঝুনা চৌধুরী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার)।