আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক 'তোমার দোয়ায় ভালো আছি মা' এর সিক্যুয়েল। এটি রচনা করেছেন প্রসূন রহমান আর পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ১০ মিনিটে এটিএন বাংলায়। নাটকের গল্পটি গড়ে উঠেছে কর্মসংস্থানের অভাব, বেকারত্ব ও হতাশা থেকে মুক্তি, সংসারে স্বাচ্ছন্দ্য আনার প্রয়োজন, একটু বাড়তি আয়ের স্বপ্ন ইত্যাদি নিয়ে। আর এ কারণে প্রতি বছর হাজারো তরুণ যুবক পাড়ি জমায় বিদেশের মাটিতে। ধানী জমি, হালের গরু, স্ত্রীর গয়না, ভিটে-মাটি বিক্রি আর মায়ের আঁচল ফুটো করে পরবাসী হয় একটু সুখের আশায়। দালালের খপ্পর, এজেন্টের কমিশন, পদে পদে বাড়তি ফি আর নানা অনিয়মের ঘেরাটোপ পেরিয়ে অনেকেই শেষ পর্যন্ত বিদেশ নামের সোনার হরিণের দেখা পায়। এমনি একটি গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, তানভিন সুইটি, রুনা খান, নোভা ফিরোজ, অর্ষা, মিতা নূর, দিহান, তমালিকা কর্মকার, ভাবনা, মীর সাবি্বর, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মাজনুন মিজান, সিদ্দিক, বাবর, ফারুক আহমেদ, অলিউল হক রুমি, শর্মি মালা, শামীমসহ বেশ কয়েকজন আরব ভাষাভাষী অভিনেতা ও এশিয়ার নানা দেশের অসংখ্য শ্রমিক।