'গুলাব গ্যাং' ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। সম্প্রতি জুহি জানিয়েছেন, তাকে এ ধরনের চরিত্রে দেখে দর্শক প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে রীতিমতো শঙ্কিত ছিলেন। এ জন্য শুরুর দিকে ছবিটিতে অভিনয় করবেন কি না তা নিয়ে সংশয় ছিল তার। এ প্রসঙ্গে জুহির ভাষ্য- 'পরিচালক প্রথম যখন আমাকে ছবিটির চিত্রনাট্য পড়ে শোনালেন তখনই ভালো লেগে যায়। কিন্তু কেন জানি মনে হচ্ছিল, তিনি কোনো ভুল করছেন না তো! অন্য কোনো অভিনেত্রীর পরিবর্তে ভুল করে তিনি আমাকে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন কী! চরিত্রটিতে আমি আদৌ অভিনয় করতে পারব কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।