ছয় সন্তানের সঙ্গে জোলি ও পিট আট সদস্যের বিশাল পরিবার নিয়েও যেন মন ভরছে না ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। পাশাপাশি পিট-জোলির পরিবারে আছে দত্তক নেওয়া আরও তিন সন্তান। এবার আরেকটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন হলিউডের আলোচিত এ তারকা জুটি। ইথিওপিয়া থেকে সন্তান দত্তক নেওয়ার চেষ্টা করছেন তারা। ২০০৬ সালে মেয়ে শিলহকে পৃথিবীর আলো দেখান জোলি। শিলহর বয়স এখন আট বছর। এ ছাড়া পিট-জোলির যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের বয়স এখন পাঁচ। আর দত্তক নেওয়া তিন সন্তান ম্যাডঙ্, প্যাক্স ও জাহারার বয়স যথাক্রমে ১২, ১০ ও ৯।