তৃণমূল থেকে টিকিট পেয়ে রাজ্যসভায় যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তবে এটাই তার রাজনীতিতে যাওয়া-আসার শুরু নয়, সিনেপর্দায় বহুবার তিনি নেতা, মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সব চরিত্রেই পারফেক্ট মিঠুন চক্রবর্তী। এবার অবশ্য এমএলএ বা মিনিস্টার নয়, নকশাল আন্দোলনের নেতৃত্বদানকারীর চরিত্রে দেখা যাবে মিঠুনকে। আর তার সহশিল্পী হিসেবে থাকছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। দেবাদিত্য বন্দ্যোপাধ্যাযয়ের পরিচালনায় সিনেমাটির নাম 'নকশাল'।
এই সিনেমার প্রেক্ষাপট ১৯৬৭-১০৭১ সাল। নকশাল আন্দোলনে অংশ নেওয়া দুই বন্ধুর গল্প ধরেই এগিয়ে যাবে সিনেমার কাহিনী। প্রায় চল্লিশ বছর পর ঘটনাচক্রে দেখা হয় দুই বন্ধুর। আর এই বন্ধুর চরিত্রেই দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ধৃতিমানকে। পরিচালক জানান, ছবির চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথায় ছিল দুই বন্ধুর চরিত্রে মিঠুনদা ও ধৃতিমানদাকে নেবো। কারণ তারা দু'জনই সেই সময়টার সাক্ষী। আর দু'জনেই রাজনৈতিক দিক থেকে সচেতন।
'নকশাল'-এ অন্যান্য চরিত্রে অভিনয় করবেন গার্গী রায় চৌধুরী, কাঞ্চনা মৈত্র, শঙ্কর চক্রবর্তী। ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শুরু হবে এই সিনেমার শ্যুটিং।