জিয়া খান হত্যামামলায় বুধবার সকালে আন্ধেরি আদালতে সূরুজের বিরুদ্ধে ৪৪৭ পাতার চার্জশিট পেশ করেছে জুহু পুলিশ। এতে বলা হয়েছে, জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনা ছিল সূরয পাঞ্চলির।
তবে এই চার্জশিটে হতাশ হয়েছেন জিয়া খানের মা রাবিয়া খান ও তাদের আইনজীবী দীনেশ তিওয়ারি। কারণ প্রথম থেকেই মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়ে আসছেন রাবিয়া।
এদিন জিয়ার মা ও আইনজীবী দীনেশ জানান, রাবিয়ার বিবৃতি, সাক্ষ্যপ্রমাণ ও ঘটনাটি খুন বলে ধরে নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে চার্জশিটে শুধুই রাবিয়ার বিবৃতি দেওয়া হয়েছে। অন্য কোনও বিবৃতি নথিভুক্ত করা হয়নি।
তাই এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাবিনা।
গত বছর ৩ জুন জুহুর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ২৫ বছর বয়সী জিয়া খানের দেহ। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলে মনে করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট ঘটনার মোড় বদলে দেয়। জিয়ার নথ থেকে মানুষের মাংস ও রক্ত এটাকে আত্মহত্যার পরিবর্তে খুনের ইঙ্গিত দেয়। তবে এবার জুহু পুলিশের এই চার্জশিট ঘটনাকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে সন্দিহান জিয়া পরিবার।