শরীর আর চলছে না, তিন দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছেন। তাও আবার ১০৩ ডিগ্রি। তবুও বিরামহীনভাবে ক্যামেরার সামনে সাবলীলভাবে নেচে গেয়ে চলেছেন বর্ষা। কারণ দর্শক তার কাছে সব। অভিনয়ের কাছে নিজের জীবনও তুচ্ছ। তার কথায়, তিনি একজন অভিনেত্রী, অসুখ-বিসুখ তার কাজ আটকাবে কেন, তাহলে তো প্রিয় কাজের কাছে হার মানতে হবে তাকে। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। চিকিৎসকের দেওয়া বিশ্রামের পরামর্শ সত্ত্বেও জ্বর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত অবধি একটানা অংশ নিচ্ছেন শুটিংয়ে। ১৯ জানুয়ারি থেকে এফডিসির তিন নম্বর ফ্লোরে চলছে এমএ জলিল অনন্ত পরিচালিত 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রের শুটিং। অনন্ত-বর্ষার একটি দ্বৈত গানের চিত্রায়ণ চলছে এখানে। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। ২০ তারিখ থেকে শরীরটা বেঁকে বসল বর্ষার। তাতে কি। শিডিউল মেনটেইন করতেই হবে। তাই চিকিৎসক ও স্বামী অনন্তর অনুরোধ রাখতে পারলেন না বর্ষা। বলতে গেলে জ্বরে এখন পুরো কাবু তিনি। তার পরেও ক্যামেরাকেও টের পেতে দিচ্ছেন না তার শারীরিক অবস্থার খবর। তার এই কর্মপ্রীতি দেখে এফডিসিতে চলচ্চিত্রকাররা বলছেন ,একেই বলে অভিনয়শিল্পী। সবার মধ্যে যদি এমন কর্মনিষ্ঠা থাকত তাহলে আমাদের চলচ্চিত্রের এই দুরবস্থা আর হতো না। 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রে বাপ্পা মজুমদার ও নওমীর কণ্ঠের 'হাওয়া' শিরোনামের গানটির চিত্রায়ণ চলবে তিন নম্বর ফ্লোরে ২৭ জানুয়ারি পর্যন্ত। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।