আগামীকাল প্রকাশ হচ্ছে ডি রকস্টার শুভ'র ৩য় একক অ্যালবাম 'অনেক স্বপ্ন'। জি-সিরিজ থেকে অ্যালবামটি প্রকাশ হচ্ছে। অ্যালবামের সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। ফুয়াদ আল-মুক্তাদির করেছেন ১টি গান আর শুভ নিজে করেছেন ১টি গান। আলবামটিতে গান লিখেছেন শুভ, জিয়া, জাহিদ বাবুল ও জীবন। অ্যালবাম 'অনেক স্বপ্ন'তে বরাবরের মতো মেলো অল্টারনেটিভ রক ধাঁচের গান রয়েছে। সহশিল্পী হিসেবে আছেন টুম্পা। এই অ্যালবামের ৩টি গান ইতোমধ্যেই অনলাইন ও রেডিওতে প্রকাশ হয়েছে।
'এই শহরের গল্প' গানটি ১২০ পর্বের একটি মেগা সিরিয়ালের টাইটেল গান হিসেবে খুব শীঘ্রই প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। নাটকটির শিরোনাম 'জীবন থেকে নেয়া, এই শহরের গল্প'। গানটির ভিডিও নির্মাতা হলেন ফায়সাল রাজিব। শুভ বলেন, 'অনেক পরিশ্রম করে অ্যালবামটি করেছি। আমার ধারণা শ্রোতারা নিরাশ হবেন না অ্যালবাম শুনে।'