দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে বাজারে আসছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক সুজন। সংগীত পরিচালনার পাশাপাশি গায়ক হিসেবেও সমানভাবে বিচরণ করছেন এই শিল্পী। সম্প্রতি তিনি শুরু করেছেন তার দ্বিতীয় একক অ্যালবামের কাজ। অ্যালবামটির নাম 'ট'। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সবগুলো গানের সংগীতায়োজনও করেছেন তিনি। ভালোবাসা দিবসকে সামনে রেখে এগিয়ে চলছে কাজ। এ প্রসঙ্গে সুজন বলেন, অনেকটা সময় পর নিজের একক অ্যালবামের কাজ শুরু করছি। আমি চেষ্টা করছি একটু ভালো করে অ্যালবামটি করতে।'
'চলো মন' শিরোনামের সুজনের প্রথম একক প্রকাশ হয় ২০১১ সালে। নিজের একক অ্যালবাম ছাড়াও 'পরিধি' নামের একটি ব্যান্ডের সঙ্গে গান করেন সুজন। তাদের প্রথম ব্যান্ডের অ্যালবামটি প্রকাশ হয় ২০০৯ সালে। নাম 'ওদের কেউ নেই'।