আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন। ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা রাখতে যাচ্ছেন তিনি। জন্মদিনে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন না করলেও একেবারেই ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান। রাজ্জাক বলেন, 'এখন আসলে বয়স হয়েছে। সুস্থ থাকাটাই হচ্ছে জরুরি। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। সবার জন্য আমারও শুভ কামনা থাকবে যেন সবাই সবসময় ভালো থাকেন। সেই সঙ্গে আমাদের দেশের ছবি যেন দেখেন। মাঝে যদিও কিছুটা খারাপ সময় গেছে। কিন্তু এখন পরিবেশ বদলে গেছে। এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে। দর্শক যেন হলে গিয়ে ছবি দেখেন এটা আমার বিশেষ অনুরোধ থাকবে।'