ব্রিটিশ এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী এমা ওয়াটসন। এমনটাই শোনা যাচ্ছে হলিউডে। সাবেক প্রেমিক উইল আদামোউইচজের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, যদিও এ বিষয়ে এতদিন মুখ খোলেননি ওয়াটসন। তবে শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রাগবি খেলোয়াড় ম্যাথিউ জ্যানির সঙ্গে প্রেম করছেন তিনি। ২১ বছর বয়সী জ্যানি অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাগবি দলের সদস্য। আর সম্প্রতি তার সঙ্গে ছুটি কাটিয়েছেন ২৩ বছর বয়সী ওয়াটসন। তাদের সম্পর্ক এখনো শুরুর দিকে রয়েছে। তবে একে অপরের সঙ্গ খুবই উপভোগ করছেন তারা। এ নিয়ে কিছুই বলতে নারাজ দু'জন।