পূর্ণবয়স্কদের জন্য নির্মিত ছবি 'কামসূত্র থ্রিডি'র জন্য নায়িকা হিসেবে পরিচালক রুপেশ পলের প্রথম পছন্দ ছিল কারনা কাপুর। সেজন্য তাকে প্রস্তাবও দিয়েছিলেন তিনি। দিয়েছিলেন মোটা পারিশ্রমিকের অফার। কিন্তু, অতিরিক্ত নগ্নতার কারণে আলোচিত ছবিটি ফিরিয়ে দেন সাইফের স্ত্রী। এরপরই সাহসি নায়িকা হিসেবে শারলিন চোপড়ার দারস্থ হন রুপেশ। তবে কারিনার বক্তব্য ছবিটির স্ক্রিপ্টটি তার দারুণ ভালো লেগেছে। শুধুমাত্র পর্ণ ধাঁচের হওয়ায় তিনি এ ছবিতে অভিনয় করতে সম্মত হননি।
সূত্র: ইন্ডিয়া টুডে