এম এ জলিল অনন্তর চলচ্চিত্র 'মোস্ট ওয়েলকাম টু' জাপানে প্রদর্শন হবে। সম্প্রতি এ উপলক্ষে জাপানের নিকাতসু কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় মনসুন ফিল্মসের। নিকাতসু জাপানে স্থানীয় চলচ্চিত্রের পাশাপাশি হলিউড-বলিউডের চলচ্চিত্র প্রদর্শন করে আসছে। নিকাতসুর আওতাধীন প্রেক্ষাগৃহগুলোর মধ্যে নিচিগেকি প্লেক্স, নিউতো হা, লা স্লেট, গিঞ্জা সিনে পেথোস, টগেকি, লিগে ইকেবুকারো, হিউমেক্স ও সিনেমাস ফোরে ছবিটি প্রদর্শন করা হবে। ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, সোহেল রানা, চম্পা, দিতি, মিশা সওদাগর প্রমুখ।