চলতি বছর অস্কারে সর্বাধিক সাতটি শাখায় পুরস্কার জেতা 'গ্র্যাভিটি'র কথা দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। ওই ছবিতে দুই নভোচারীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি ও সান্ড্রা বুলক। আবার তারা এক ফ্রেমে হাজির হচ্ছেন।
'আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস' নামে একটি ছবিতে অভিনয় করছেন তারা। একই নামের একটি তথ্যচিত্র তৈরি হয়েছিল ২০০৫ সালে। দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক প্রচারের কৌশল নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্রটি। ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ ছবির গল্পের ভিত্তিও সেটাই। ছবিটি পরিচালনা করছেন ডেভিড গর্ডন গ্রিন। এর প্রযোজকও ক্লুনি আর সান্ড্রা।
ব্যক্তিজীবনে ক্লুনি ও সান্ড্রা ঘনিষ্ঠ বন্ধু। ক্লুনি শিগগিরই ব্রিটিশ আইনজীবী আমাল আলামুদ্দিনকে বিয়ে করতে যাচ্ছেন। নিজের বিয়ের অনুষ্ঠানে সান্ড্রাকে তিনি রেখেছেন অতিথি তালিকার ওপরের দিকে।