চাকরির ইন্টারভিউ দিতে দিতে চরম হতাশ সাকিব। এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায় সে। কিন্তু মুক্তির পথ খুঁজে পায় না। এর মধ্যেই তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। গভীর রাতে ঘটনাচক্রে বোরকা পরা মহিলার কাছ থেকে একটা পারফিউম পায় সাকিব। এই অদ্ভুত পারফিউম সাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমনই ভিন্নধর্মী গল্প নিয়ে সাজ্জাদ সুমন নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'পারফিউম'। টাইমস ইনোভেশনের প্রযোজনায় নাটকটি লিখেছেন রণক ইকরাম। আর অভিনয়শিল্পীরা হলেন- নিশো, মেহজাবিন, শম্পা রেজা, কে এস ফিরোজ, ইশরাত জাহান ইশা, অহনা পিয়া প্রমুখ।
নাটক প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, 'ভিন্নধর্মী একটি গল্প পারফিউম। দর্শক গল্পের পরতে পরতে ভিন্নস্বাদ পাবে বলে আমার বিশ্বাস। রহস্য এবং নাটকীয় গল্পটি আমি বেশ যত্ন নিয়ে নির্মাণ করার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। তাদের কাছ থেকে প্রচণ্ড সাহায্যও পেয়েছি। রাত জেগে তারা শুটিং করেছেন।'