চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অ্যাকশন থ্রিলার মুভি ‘ব্যাং-ব্যাং’।আর তার আগে ২২ অাগস্ট মুক্তি দেওয়া হয়েছে ‘ব্যাং-ব্যাং’ ছবির প্রথম ট্র্যাক 'তু মেরি'। বিশাল-শেখরের কম্পোজিশনে আর বিশাল দাদলানীর গলার সংমিশ্রণে ইতিমধ্যেই হিটের তালিকায় উঠে এসেছে ‘তু মেরি’-র ট্র্যাক।
‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃত্বিক-ক্যাটরিনার পর্দা রসায়ন দেখতে মুখিয়ে রয়েছে লাখো লাখো দর্শক। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর হৃত্বিক-ক্যাটরিনা জুটির দ্বিতীয় ছবি ‘ব্যাং ব্যাং’। ছবির ‘তু মেরি’ গানের নাচ ‘পেপি ডান্স’র অর্ন্তভুক্ত এবং এই বিশেষ নৃত্যশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গ্রিক দেবতার তার প্রিয়তমার প্রতি ভালোবাসাকে।