হিন্দি সিনেমায় চুমুর দৃশ্য নিয়ে এখন আর তেমন আলোড়িত হয় না মিডিয়াপাড়া। বেশিরভাগ সিনেমায় দু'চারটা চুমু দৃশ্য থাকবে এটাই যেন স্বাভাবিক। টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলিউডের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে 'বেস্ট কিসার' দাবি করা হয়েছে। এরা হলেন:
ইমরান হাসমি: চুমুর কথা বললে যে নামটি সবার আগে মনে হবে তা হলো ইমরান হাসমি। তিনি যদি কোনোদিন কোনো সিনেমায় চুমুর দৃশ্যে অভিনয় করতে অমত জানান তাহলে তা হবে 'টক অব দ্য বলিউড'। 'কফি উইথ করণ'-এর একটা এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন মহেশ ভাট। তিনি বলেছিলেন, দর্শক ইমরানের চুমুর দৃশ্য এতোই পছন্দ করে যে চলচ্চিত্র নির্মাতারা যে কোনও ছবির প্রথম ১০ মিনিটের মধ্যে অন্তত একটি চুমুর দৃশ্য রাখার চেষ্টা করেন।
সানি লিওন: 'বেস্ট কিসার' তালিকায় সানি লিওনের নাম থাকবে না তা হতেই পারে না। ইতোমধ্যে চুমুর দৃশ্যে অভিনয় করে সাড়া পেয়েছেন তিনি।
পরিণীতি চোপড়া: প্রথম ছবি 'লেডিজ ভার্সেস রিকি ভেল' বাদ দিলে পরিণীতি চোপড়া অভিনীত প্রত্যেকটা ছবিতে পরিণীতিকে চুমুর দৃশ্যে দেখা গেছে। 'ইশকজাদে' সিনেমায় 'কিসিং' আর 'লাভ মেকিং সিন'-এর গুরুত্বপূর্ণ অবদান ছিল। অর্জুন কাপুরের সঙ্গে 'প্যাশনট লিপ লক' এতোটাই কনভিনসিং ছিল যে, এরপর তো রীতিমতো জোর গুজব উঠলো, অর্জুনের সঙ্গে পরিণীতি প্রেম করছেন। আবার 'শুদ্ধ দেশী রোমান্স'-এ তো অসংখ্য বার অন্তরঙ্গ ভঙ্গিতে দেখা গেছে সুশান্ত সিং রাজপুতকে। 'হাঁসি তো ফাঁসি' ছবিতেও সিদ্ধার্থ মালহোত্রাকে চুমু খেতে দেখা গেছে।
আলিয়া ভাট: আলিয়া ভাটকে বলিউডের এখনও 'বেবি' বলা যেতে পারে কিন্তু তাই বলে আলিয়া মোটেই অন স্ক্রিন চুমু খেতে বা 'লাভ মেকিং সিন' করতে লজ্জা পান না। বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো তার 'টু স্টেটস', সেখানে আলিয়াকে দেখা যায় অর্জুন কাপুরের সঙ্গে 'লিভ ইন রিলেশন' -এ। আর সেখানে অর্জুনের সঙ্গে 'লিপ লক'-এর কথা এখনও তুমুল আলোচনার বিষয়।
দীপিকা পাড়ুকোন: আগের বছর একের পর এক হিট ছবিতে অভিনয় করে দেখিয়ে দিয়েছেন সুন্দরী হওয়ার সঙ্গে অভিনয়টাও ভালো করেন দীপিকা। এই সুন্দরী কিন্তু অনস্ক্রিন চুমু খেতে দু'বার ভাবেন না। এক্স বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে 'ইয়ে জওয়ানি হ্যায় দিয়াওনি'-তে তাকে চুমু খেতে দেখা গেছে। এছাড়া পর্দায় রণবীর সিং আর সাইফ আলি খানের সঙ্গেও সমান দক্ষতায় চুমু খেতে দেখা গেছে তাকে।