অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। পাত্র আর কেউ নন, যাকে জড়িয়ে এত দিন তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল সেই চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলী। অর্থাৎ প্রেমের সফল পরিণয়।
এত দিন এই সম্পর্ক নিয়ে ফিল্মপাড়ায় কানাঘুষা চললেও তারা মুখ খোলেননি। অবশেষে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে রুহি জানান, মনসুর আলী খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আগামী ৪ সেপ্টেম্বর উত্তরা ক্লাবে গায়ে হলুদ এবং ৫ সেপ্টেম্বর বিয়ের অনুষ্ঠান হবে গুলশান ক্লাবে। উল্লেখ্য, লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান 'ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন' সম্প্রতি ১০০ জন প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির তালিকা প্রকাশ করে। আর এ তালিকায় স্থান পান মনসুর আলী।