মেয়ে বাঁধনের চতুর্থ একক অ্যালবামে দ্বৈত কণ্ঠ দিচ্ছেন সাবিনা ইয়াসমিন। এরই মধ্যে তিনটি একক গানের রেকর্ডিং শেষ করেছেন বাঁধন। বাঁধন বলেন, 'মায়ের [সাবিনা ইয়াসমিন] তত্ত্বাবধানেই অ্যালবামটি তৈরি হচ্ছে। সাবিনা ইয়াসমিন বলেন, 'বাঁধনের অ্যালবামে দু-একটি দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা আছে। সম্প্রতি সে [বাঁধন] অ্যালবামের কাজ শুরু করেছে। বেশ কয়েকটি গানের রেকর্ডিংও শেষ করেছে। আশা করছি কাজটি ভালো হবে। এদিকে কনসার্ট করতে আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। ফিরবেন মাসখানেক পর। সাবিনা বলেন, দেশে ফিরেই বাঁধনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেব। অ্যালবামের সুর-সংগীত করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান মন। এর মধ্যে 'দখিনা হওয়া কানে কানে বলে গেল' শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এর ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।