আজ ঢাকায় আসছেন পরিচালক ও কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত। সকাল ১০টায় ধানমন্ডির একটি হোটেলে উঠবেন তিনি। চার-পাঁচ দিনের এ সফরে তিনি 'মন বাকসো' ছবির প্রি-প্রোডাকশনের কাজ করবেন বলে জানা যায়। 'মাধ্যম লিমিটেড' প্রযোজিত এ ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন অঞ্জন দত্ত। এর আগে গত ২৯ জুলাই ঢাকা আসেন তিনি। তিনি তখন জানান, এই প্রথম অন্যের পাণ্ডুলিপিতে কাজ করছেন তিনি। আর বাংলাদেশের ছবিতে এটাই হবে তার প্রথম কাজ। ছবিটির সংগীত পরিচালনা করবেন নীল দত্ত। আর ২০১৫ সালের মার্চে ছবিটি মুক্তি পেতে পারে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। মন বাকসো ছবির কাহিনী, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ। তিনি জানান, বাবা আর মেয়ের সম্পর্কের টানাপড়েন, মেয়ের পছন্দের সঙ্গী খুঁজে নেওয়া নিয়ে সংশয় আর দ্বিধা হচ্ছে মন বাকসো ছবির গল্পের মূল প্রতিপাদ্য।