আরশাদ আদনান মূলত একজন ব্যাংকার। পাশাপাশি এ সময়ের একজন ব্যস্ত মিডিয়া ব্যক্তিত্ব। তবে গল্প ভালো হলে এবং চরিত্র পছন্দ হলে ব্যস্ততা থেকে ছুটি নিয়ে আদনান অভিনয় করার চেষ্টা করেন। ঠিক তেমনই একটি গল্প 'কাঠ গোলাপের বসন্ত'। সেতু আরিফের রচনায় ও সাজ্জাদ সুমনের পরিচালনায় আরশাদ আদনান এ টেলিভিশন কাহিনীচিত্রে অভিনয় করেছেন। এ কাহিনীচিত্রে এবারই প্রথম তার সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী তানজিন তিশা। আদনান বলেন, 'গল্পের প্রয়োজনে কক্সবাজারে এর শুটিং হয়েছে। আমার চরিত্রের নাম রুবায়েত। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এতটা ভালো অভিনয় করতে পারব আমি নিজেও ভাবিনি।' ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত আসছে ঈদে মাছরাঙা টিভিতে প্রচার হবে।