সাহিত্যনির্ভর জাতীয় নাট্যোৎসবে অংশ নিতে লক্ষ্মীপুর জেলা শিল্পকলা রেপাটরি নাট্যদল নির্মাণ করেছে নাটক 'সংক্রান্তি'। মাহবুব আলমের আলোচিত উপন্যাস 'এখন বড় অসময়' অবলম্বনে নাট্য রূপায়ণের পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন মাইন উদ্দিন পাঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাহিত্যনির্ভর জাতীয় নাট্যোৎসবে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ভিন্নধর্মী এ নাট্য প্রযোজনা।
নাটকে দেখা যাবে, এক অস্থির সময়! এমন প্রতিকূলতায়ও যেন প্রেমাবেগের মধুরতায় তারুণ্য ভেসে বেড়ায়। এমনি ভাবেই চলবে নাটকটির গল্প।