গীতিকার, সুরকার ও শিল্পীদের অর্থনৈতিক ও নৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফরমার্স সোসাইটি (বিএলসিপিএস)। সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কপিরাইট ও মেধাস্বত্ব আইন অনুযায়ী বাংলাদেশের গীতিকার, সুরকার ও শিল্পীরা কীভাবে সুবিধা বঞ্চিত হচ্ছেন এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএলসিপিএসের সভাপতি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা, সাধারণ সম্পাদক হামিম আহমেদ, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, আইয়ুব বাচ্চু, শুভ্রদেব, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএলসিপিএসের আইনি পরামর্শক ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহসহ দেশবরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পীরা।