ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ সকাল ১০টায় ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর যৌথ সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুইন, ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক শামসুল হক ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। সভায় দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে চীনা উসু, সি মি ফ্লাই, গান, চিত্রকলা ইত্যাদি পরিবেশিত হবে। এ ছাড়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সিআরআরআই যৌথভাবে পরিবেশন করবে রবীন্দ্রসংগীত আর চীনা লোকসংগীত। এ ছাড়া প্রামাণ্যচিত্র ও মূকাভিনয় প্রদর্শিত হবে।