'কফি উইথ করণ'-এ নিজ দেশ ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন পরিচালক মহেশ ভাট তনয়া অভিনেত্রী আলিয়া ভাট। তার আগে এক অনুষ্ঠানে ছোট কাপড় পরে গিয়ে পড়েন বিব্রতকর অবস্থায়। ক্যামেরার সামনেই শুরু হয়ে যায় কাপড় টেনেটুনে লম্বা করার চেষ্টা। এসব নিয়ে ইন্টারনেট ছেয়ে গেছে আলিয়া ভাট কৌতুকে। অবশেষে সকলকে জবাব দিয়ে দিলেন আলিয়া। বুঝিয়ে দিলেন তিনি বোকা নন, জিনিয়াস!
এবার নিজের সাধারণ জ্ঞানের ওপর একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করেছেন আলিয়া। ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে- জ্ঞান বাড়াতে আলিয়া যাচ্ছেন ‘ডাম্ব বেল মেন্টাল জিম’-এ। সেখানে তাকে 'সো স্মার্ট' শাবানা আজমি হিসেবে তৈরি করা হবে। জিমে তিনি পত্রিকা পড়েন। তার ডায়েট হলো ৩টি দৈনিক পত্রিকা। এর মধ্যে আবার ‘পেজ থ্রি’ বাদ দিয়ে পড়তে হবে।
সেখানে তিনি নাচ শিখছেন, দাবা খেলছেন, গান শিখছেন, বলতে গেলে অলরাউন্ডার হতে যা যা লাগে সবকিছুই। একটু কটাক্ষ করে হলেও সমালোচকদের ভালোই জবাব দিয়েছেন আলিয়া। বুঝিয়েছেন, লাইভ ক্যামেরার সামনে সবারই আধটু ভুল হতেই পারে। এটা নিয়ে এতটা বাড়াবাড়ি ঠিক না।
ডকুমেন্টারিতে আলিয়া অভিনীত ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’র গান ‘স্যাটারডে স্যাটারডে’ থেকে তৈরি হয়েছে ডকুমেন্টারির গান ‘ফ্যারাডে ফ্যারাডে’। একইভাবে ‘রাধা অন দ্য ডান্স ফ্লোর’ থেকে হয়েছে ‘সোডিয়াম অন দ্য ডান্স ফ্লোর’। ডকুমেন্টারিটি সবার ভাল লাগবে এই বিশ্বাস একশোতে একশ আলিয়ার।
দশ মিনিটের এই ডকুমেন্টারির নাম ‘জিনিয়াস অফ দ্য ইয়ার’। শকুন বাত্রার পরিচালনায় এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, মহেশ ভাট, করণ জোহর, অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া।
আলিয়া জিনিউজকে জানিয়েছেন, ‘ইন্টারনেটে আমাকে নিয়ে রসালো কৌতুকে ভরে গিয়েছিল। তবে আমি দুঃখ পাইনি, বরং আমার হাসি পেত। আমি নিজেকে নিয়ে মজা করতে পারি। আমি মনে করি বুদ্ধিমান হওয়ার অভিনয় করার থেকে বোকা হওয়া ভাল।’
ভিডিওটি দেখতে: https://www.youtube.com/watch?v=pfHxl46KyZM#t=86