বলিউডের 'কিং' খ্যাত অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি পুলিশ সুত্র জানায় যে, শাহরুখের জীবনের প্রতি আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে হুমকি রয়েছে। তাই এ অভিনেতার মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার বাড়ির বাইরে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
ঘটনার শুরু গত শনিবার। ওইদিন বলিউডের চলচ্চিত্র নির্মাতা করিম মোরানির বাড়ির বাইরে অজ্ঞাত তিন ব্যক্তি তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপরই শাহরুখের বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করে শহরটির পুলিশ।
তবে, পুলিশের আঞ্চলিক উপ-কমিশনার সত্য নারায়ণ চৌধুরি বলেন, 'কিং খানের প্রতি হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এ ধরনের কোনো অভিযোগও পাইনি।'