বর্তমানে নজরুল চর্চার কী অবস্থা?
বাংলা গানের পঞ্চ-পাণ্ডবের একজন কাজী নজরুল ইসলাম। বাংলা গানে যার অনন্য অবদান। তার গানের পরিমাণও বিপুল। অগাধ সমুদ্রের মতো। এর চর্চা শেষ করা যাবে না। তিনি প্রায় ৩০/৩৫ রকমের গান লিখেছেন; যা একজন শিল্পীর পক্ষে অনুশীলন করাও কঠিন। তবুও নজরুল চর্চা দিন দিন বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা নজরুল চর্চায় আগ্রহী হচ্ছে। তারা নিবিষ্ট মনে গান গাইছে। তরুণরা ভালো করছে।
অনেক সময় নজরুলের গানের শুদ্ধ বাণী ও সুর নিয়ে প্রশ্ন ওঠে।
নজরুল প্রায় ৪ হাজার গান লিখেছেন। তিনি বেঁচে থাকতে তার সব গানের সংকলন ও স্বরলিপি প্রকাশ হয়নি। কবি নিজেও কখনো কখনো গানের পাণ্ডুলিপি পরিমার্জন করেছেন। ফলে শিক্ষার্থীরা সঠিক বাণী ও সুর নিয়ে মাঝেমাঝে সমস্যায় পড়ে। সাম্প্রতিককালে নজরুল ইনস্টিটিউট কবির তিন হাজারের অধিক গানের সংকলন প্রকাশ করেছে। এমনকি ৩৫টি স্বরলিপি বই প্রকাশ করেছে। প্রতিটি বইতে ২৫টি গানের স্বরলিপি স্থান পেয়েছে। শিক্ষার্থীরা এই স্বরলিপি অনুসরণ করলে আর বিভ্রান্তি থাকবে না। বাকি গানের স্বরলিপি প্রকাশের জন্য নজরুল ইনস্টিটিউট চেষ্টা চালাচ্ছে।
নজরুল ইনস্টিটিউট বেশ কিছু রেকর্ডও প্রকাশ করেছে।
বিভিন্ন উদ্যোগের মধ্যে গানের রেকর্ড প্রকাশ অন্যতম। এসব রেকর্ডে দেশবরেণ্য শিল্পীদের কণ্ঠে নজরুলের গান রেকর্ড করা হয়েছে। নজরুলের জীবদ্দশায় তার সানি্নধ্য পাওয়া শিল্পী জগত ঘটক, কমলা ঝরিয়া, ইন্দু বালা, আঙ্গুর বালা, কমল দাশগুপ্ত প্রমুখের কণ্ঠে ধারণকৃত গানের অনুকরণে এসব রেকর্ড প্রকাশ করা হয়েছে। সুতরাং এসব রেকর্ড শুনে গান তুললে কোনো বিভ্রান্তি থাকবে না।
শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত চর্চার জন্য আপনারা কী উদ্যোগ নিয়েছেন?
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট শিল্পীরা শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষণ দিয়ে আসছেন। নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠান দেশব্যাপী বিভিন্ন সময় কর্মশালার আয়োজন করেছে। এর ফলে নজরুল চর্চা দিন দিন বাড়ছে।
বাংলাদেশে নজরুলসংগীত চর্চার ভবিষ্যৎ কী?
আমি খুব আশাবাদী। কারণ যারা গান করছে তাদের মধ্যে একটা সচেতনতা জেগেছে। এখনকার বেশিরভাগ গায়ক-গায়িকা শুদ্ধ সুরে নজরুলসংগীত চর্চা করছে। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি শ্যামা সংগীত, কীর্তন, ভজনের পাশাপাশি প্রচুর হামদ, নাত রচনা করেছেন। তার গানে ধর্মীয় ঐক্যের কথা প্রতিফলিত হয়েছে। সুতরাং কবি নজরুলের সৃষ্টিসমূহ চর্চা হবে এবং এর ভবিষ্যৎ উজ্জ্বল।
আমাদের দেশে সংগীত রচয়িতা নজরুলের যতখানি প্রচার সাহিত্যিক নজরুলের প্রচার ততখানি নয়। আপনার মন্তব্য কী?
তিনি নিজেই বলে গিয়েছেন, আমার গান বাংলা ভাষায় বিশেষ স্থান পাবে। তার গানের বৈচিত্র্যময়তার জন্য এর চর্চা ও জনপ্রিয়তা সর্বাধিক। অন্যদিকে নজরুলের সাহিত্যের চর্চা আগের চেয়ে বেড়েছে। দেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ চালু হয়েছে। সেখানে তার গান, সাহিত্য দুটোই চর্চা হচ্ছে। তার কবিতা, গল্প, নাটক বিভিন্ন শ্রেণিতে পাঠ্য হয়েছে। যত দিন বাংলা ভাষা থাকবে তত দিন নজরুল চর্চা হবে। শেখ মেহেদী হাসান