টালিগঞ্জের অন্যতম নায়ক হিরণ এখন ঢাকায়। চিত্র পরিচালক অনন্য মামুনের একটি চলচ্চিত্রে অভিনয়ের কাজে গতকাল সকালে ঢাকায় এসেছেন তিনি। উঠেছেন সোনারগাঁও হোটেলে। মামুন জানান, শীঘ্রই নতুন একটি চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এতে নায়ক হিসেবে থাকছেন হিরণ। এই নায়ক ঢাকায় এসে বলেন, 'আগে টালিগঞ্জের অনেকে ঢাকার ছবিতে কাজ করেছেন এবং বাংলাদেশের প্রশংসা করেছেন। তাই আমারও খুব ইচ্ছা ছিল এখানকার ছবিতে কাজ করার। অনন্য মামুন ভাই আমার সেই স্বপ্ন পূরণ করে দেওয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি'।
নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখতে চান এই নির্মাতা। চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। রোমান্টিক গল্পে নির্মিতব্য এই চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, সবাই বলছেন এখানে আমি কৌশলে ভারতের ছবি চালানোর চেষ্টা করছি। আসলে এ কথা একেবারেই সত্যি নয়। আমার এই চলচ্চিত্রটি যৌথ প্রযোজনার নয়। আমাদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে যখন যেভাবে প্রয়োজন সেভাবেই চলচ্চিত্র নির্মাণ করব। প্রয়োজনে ভারতের সাপোর্ট নেব। এতে ভুল বোঝার কোনো কারণ নেই।
মামুন আরও বলেন, চলচ্চিত্রের নাম ও বাকি আয়োজন চূড়ান্ত করে শীঘ্রই বিস্তারিত ঘোষণা দেব। বর্তমানে সব কিছু চূড়ান্ত করা হচ্ছে। নানা চমক অপেক্ষা করছে সবার জন্য।