আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে বিশ্বজুড়ে। বলিউডের অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, বিপাসা বসু, সোনাক্ষী সিনহাও চ্যালেঞ্জটি নিয়েছেন। এমনকি বলিউডের বেবিডল সানি লিওনও এই চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু সেই তালিকায় হট বেব পুনম পাণ্ডে বাদ থাকে কি করে হয় বলুনতো। তাই নিজের স্টাইলে ‘এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ’ নিলেন তিনি।
ইতিমধ্যেই তার চ্যালেঞ্জের ভিডিও নিজের ইউটিউব চ্যালেনে পোস্ট করেছেন পুনম। নিজের বাথরুমের বাথটাবে প্রায় অর্ধনগ্ন হয়েই এই চ্যালেঞ্জ নিলেন পুনম। অভিনেত্রী জানান, রেড এফএমের এক রেডিও জকি তাকে এই চ্যালেঞ্জ দিয়েছেন। এএলএস আইস বাকেট চ্যালঞ্জের নিয়ম অনুযায়ী পুনম বলিউডের তিন খানকে এই চ্যালেঞ্জের জন্য মনোনিত করেছেন। এবার দেখার বিষয় আগামী ২৪ ঘন্টার মধ্যে শাহরুখ-আমির-সালমান এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা।