স্কারলেট জোহানসন অভিনীত স্কাই-ফাই মুভি 'লুসি' ইউকে ও ওয়ার্ল্ড বক্স অফিসে শীর্ষে রয়েছে। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই মুভিটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ৩ মিলিয়ন পাউন্ড আয় করেছে। আর ওয়ার্ল্ড বক্স অফিসে এটির আয় দাঁড়িয়েছে ১৩০.৯ মিলিয়ন পাউন্ড। 'লুসি'তে আরো অভিনয় করেছেন মরগান ফ্রিম্যান। খবর বিবিসির
'লুসি' পরিচালনা করেছেন লুস বেসন। মুভিটিতে স্কারলেট এক মাদক চোরাকারবারীর ভূমিকায় অভিনয় করেছেন যার মস্তিষ্ক অদ্ভূত এক ওষুধ খাওয়ার পর খুবই শক্তিশালী হয়ে উঠে।
প্রচলিত আছে যে, মানুষ নাকি তার মস্তিষ্কের মাত্র ১০ ভাগ ব্যবহার করতে পারে। এর দ্বারা উৎসাহিত হয়েই মুভিটির কাহিনী তৈরি হয়েছে।