নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পড়শী। ছবির নাম ‘মেন্টাল’। এটি পরিচালনা করবেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনি।
পড়শী জানান, গতকাল ২৬ আগস্ট রাতে ছবির পরিচালক এবং প্রযোজকের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির গল্পে পড়শীকে গায়িকা চরিত্রেই দেখা যাবে। তার গানের পাগল হিসেবে দেখা যাবে শাকিবকে।
পড়শী বলেন, এর আগেও সিনেমায় অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে এবারের প্রস্তাবটা পছন্দ হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।
প্রসঙ্গত, ‘মেন্টাল’ ছবির আরেক নায়িকা আঁচল।