পুনম পাণ্ডের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করল ফেসবুক। আচমকা দু' কোটি দশ লক্ষ ফ্যান হারিয়ে মুষড়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ার রানি। প্রশ্নের মুখে পড়েছে তাঁর অস্তিত্ব।
গত কয়েক বছরে ফেসবুকে চাঞ্চল্যকর ছবি ও ক্যাচলাইন পোস্ট করে সাড়া জাগিয়েছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ার দৌলতেই বেড়েছে তাঁর জনপ্রিয়তা। তাঁর পোস্ট করা বিভিন্ন ছবিতে যেমন বৃষ্টির মতো 'লাইক' পড়েছে, তেমনই ঘনিয়ে উঠেছে নানা বিতর্ক। বেশির ভাগ ছবিতেই নিজের খোলামেলা শরীর প্রদর্শন করেছেন পুনম। তা নিয়ে নানা মুনির নানা মতে সরগরম হয়েছে ফেসবুকের পাতা। এমন সময় কোনও কারণ না দর্শিয়েই ফেসবুক থেকে রাতারাতি মুছে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া সেলেব পুনম পাণ্ডের অ্যাকাউন্ট। বিপুল ভক্ত সমাগম হারিয়ে স্বাভাবিকভাবেই বিষণ্ণ পুনম পাণ্ডে।
টুইটারে ফ্যানদের উদ্দেশ্য করে তিনি শোকবার্তা প্রকাশ করেছেন।
বেশ কয়েকটি কারণে অ্যাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেসবুক। ভুয়ো নাম বা পরিচয় ব্যবহার করলে অথবা উল্লিখিত বয়সসীমায় না পৌঁছে এই ওয়েবসাইটের সদস্য হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, অনেক গ্রুপে যোগ দিলে বা পোস্ট করলে, মাত্রাতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, কোনও অ্যাপস-এর বিজ্ঞাপন দিলে, বিপণনের কাজে ব্যবহার করলে অথবা আপত্তিকর বিষয় পোস্ট করলেও খোয়া যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।
এখন ফেসবুক কর্তৃপক্ষ কোন অপরাধে পুনমের অ্যাকাউন্টটি বন্ধ করে দিল তার উত্তর এখনো জানা যায়নি।