কলকাতার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত চলচ্চিত্রেও নিয়মিত। বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। অভিনেতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। কলকাতার মতো বাংলাদেশেও এই শিল্পী তুমুল জনপ্রিয়। তার গানের মতো চলচ্চিত্রও এদেশে হয়েছে জনপ্রিয়। আর তাই অঞ্জন দত্তকে দিয়ে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে চলচ্চিত্রের অনেক কিছুই নির্ধারণ হয়েছে। জানা গেছে, অঞ্জন দত্তের প্রথম বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবির শিরোনাম 'মন বাকসো'। এ ছবিতে নির্মাতা অঞ্জন দত্ত অভিনয়ও করবেন। তার মেয়ের ভূমিকায় দেখা যাবে মিমকে। জানা গেছে, 'মঙ্গলবার বাংলাদেশে এসেই অঞ্জন দত্ত সিনেমার কলাকুশলী নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করতে তাগাদা দেন। এর আগে থেকেই চলচ্চিত্রের চিত্রনাট্যকার তুষার আবদুল্লাহ এবং তার দল কলাকুশলীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করে রেখেছিল। সেই তালিকায় মিমের পাশাপাশি ছিল আরও অনেকের নাম। কিন্তু তালিকা থেকে মিমকেই তুলে নেন অঞ্জন দত্ত। পর্যায়ক্রমে আরও অনেককে চূড়ান্ত করা হবে।
'মন বাকসো'তে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, 'অঞ্জন দত্তের মতো একজন গুণী মানুষের সঙ্গে অভিনয় করা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। এখনই এই বিষয়ে আর কিছুই বলতে চাচ্ছি না। আশা করছি কাজটি ভালো হবে। আমি এখন অভিনয় নিয়ে ভাবতে শুরু করেছি'।
তুষার আবদুল্লাহ বলেন, 'সিনেমাতে অঞ্জন দত্তের মেয়ের চরিত্রের জন্য মিমকেই বেশ যোগ্য মনে হলো। সিনেমাতে অঞ্জন দত্তর অভিমানী মেয়ের চরিত্রে দেখা যাবে মিমকে'।
তিনি আরও জানান, ঢাকাই সিনেমার নিয়মিত অভিনেত্রীরা কেউ থাকছেন না। বাবা-মেয়ের সম্পকের্র টানাপড়েননির্ভর সিনেমাটির বাকি চরিত্রগুলোর জন্য নতুন মুখ নেওয়ার কথাই ভাবা হচ্ছে।
কলাকুশলী নির্ধারণ চূড়ান্ত হলেই সিনেমার শুটিংয়ের দিনক্ষণ ঠিক করবেন অঞ্জন দত্ত। সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং হবে সিলেটের মৌলভীবাজারে। এ ছাড়া ঢাকা ও ঢাকার আশপাশের এলাকাতেও শুটিং হবে বলে জানিয়েছেন তুষার।
তুষার আবদুল্লাহ এর আগে 'রঙ বদলে যায়', 'কবিতার খুনসুটি', 'প্রঙ্'ি, 'মায়ের জন্য'সহ টেলিভিশনের জন্য বেশ কয়েকটি নাটকের চিত্রনাট্য লিখেছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় থাকা তুষার আবদুল্লাহ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়-এ বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।
আর ১৯৯৮ সালে 'বড়দিন' চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্দপ্রকাশ করেন গায়ক অঞ্জন দত্ত। এরপর আরও ১২টি সিনেমা তিনি পরিচালনা করেছেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'কলকাতা', 'দ্য বং কানেকশন', 'ম্যাডলি বাঙালি', 'রঞ্জনা আমি আর আসবো না', 'আবার ব্যোমকেশ'। চলতি বছর মুক্তি পেয়েছে তার পরিচালিত সর্বশেষ সিনেমা 'শেষ বলে কিছু নেই'।