কেমন আছেন?
ভালো আছি। পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন করে যাচ্ছি।
নতুন কোনো বিজ্ঞাপনের কাজ করছেন?
হ্যাঁ, সম্প্রতি ডিস ওয়াস ক্লিনারের একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। বিজ্ঞাপনের কাজটি অনেক ভালো হয়েছে। আমি এর আগে গ্রামীণফোনের বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছি। আর তাতে বেশ ভালো সাড়াও পেয়েছি। সামনে আরও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে। কথা চলছে। শীঘ্রই সব চূড়ান্ত হবে।
শুধু কি বিজ্ঞাপনেই কাজ করতে চান?
বিজ্ঞাপনটা আমার ভালো লাগার জায়গা। কারণ বিজ্ঞাপন দিয়ে আমার মিডিয়াতে যাত্রা শুরু। তাই বলে যে শুধু বিজ্ঞাপনেই কাজ করব তা কিন্তু নয়। ভালো গল্পের নাটকে ও চলচ্চিত্রে কাজ করতে চাই। বর্তমানে আমাদের নতুন পরিচালকরা অনেক ভালো কাজ করছেন। তারা কাজের মধ্যে নানা এঙ্েিপরিমেন্ট করেন। পুরনকে সঙ্গে নিয়ে এই নতুন কিছু করার যে প্রবণতা তাদের মধ্যে দেখা যায়, আমার তা ভালো লাগে। পাশাপাশি সিনিয়র পরিচালকদের কাজও আমার ভালো লাগে। তাই দেখে-শুনে-বুঝে অভিনয় করতে চাই। সেই প্রস্তুতি নিচ্ছি।
টিভিতে নিজের কাজগুলো দেখতে কেমন লাগে?
নিজের কাজগুলো নিজে দেখার প্রধান উপকারিতা হচ্ছে , নিজের ভুলগুলো ধরতে পারা। আমি যখন আমার বিজ্ঞাপনের কাজগুলো টিভিতে দেখি, আমি চেষ্টা করি আমার ভুলগুলো খুঁজে বের করতে। সেগুলো টুকে রাখি। নেঙ্ট কাজে ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে?
কেন নয়, আমাদের দেশে এখন অনেক ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। গল্প, গান, লোকেশন, সব মিলিয়ে আমাদের চলচ্চিত্রের মান আগের থেকে অনেক এগিয়ে গেছে। আমার ইচ্ছা আছে এখন ভালো কিছু চলচ্চিত্রে কাজ করার।
এরই মধ্যে কোনো নাটকে অভিনয় করা হয়েছে?
আমি সর্বশেষ পহেলা বৈশাখে একটি টেলিফিল্মে অভিনয় করেছি। এর নাম ছিল নন্দিনী। এরপর অনেক নাটকের অফার পেয়েছি। কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠেনি।
আপনি তো ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন। এ নিয়ে কিছু করার পরিকল্পনা আছে?
আমার ইচ্ছা আছে পড়াশোনা শেষ করে একটি বুটিক হাউজের দোকান দেব। আর পাশাপাশি ভালো নাটকে আর বিজ্ঞাপনে কাজ করে যাব।
ভবিষ্যাতে আর কোনো পরিকল্পনা আছে?
ইচ্ছা আছে নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে দর্শকদের কাছে তুলে ধরব। আর ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছা আছে।
* আলী আফতাব