'বলিউড বাদশাহ' শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়েছে। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে মুম্বাই পুলিশ। মুখে অস্বীকার করলেও শাহরুখের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, শাহরুখকে হুমকির বিষয়টি নিয়ে যাতে উত্তেজনা না ছড়ায় তাই পুলিশ বিষয়টি চাপা রাখার চেষ্টা করছে। মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার সদানন্দ বলেন, 'স্রেফ সতর্কতাবশত শাহরুখ খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে হুমকি দেওয়ার নির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে নেই।' সম্প্রতি অ্যাকটিভা স্কুটারে চেপে তিনজন অজ্ঞাতপরিচয়ধারী প্রযোজক আলী মোরানির বাড়ির কাছে যায়। রিভলবার বের করে আলীর বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। একটি বুলেট গাছে লাগে। আরেকটি বুলেট আলীর বাড়ির জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পরে আলীর মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হয়। সেখানে আলী মোরানি এবং শাহরুখ খানকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দেওয়া হয়। পরিণতি ভোগের জন্য তাদের তৈরি থাকতে বলা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা নথিভুক্ত করে পুলিশ। পুলিশের ধারণা, রবি পূজারি গ্যাংয়ের সদস্যরা এ কাণ্ড ঘটিয়েছে। এর আগেও বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে হুমকি দেওয়ার ঘটনা ঘটিয়েছে পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। এদিকে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তিনজন মানুষ ও তাদের কর্মকাণ্ডের পুরোটাই ধরা পড়েছে। তাদের মুখে কোনো মুখোশ ছিল না। কিন্তু ঘটনাস্থল থেকে সিসিটিভির দূরত্ব অনেক বেশি হওয়ায় ফুটেজে তাদের চেহারা খুব বেশি স্পষ্ট নয়।