সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়েছেন তো কী? এবার আপনার হাতের মুঠোয় আসতে চলেছেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনত্রী পুনম পাণ্ডে। ঠিক মুঠোয় নয়, মুঠোফোনে বলাটা ভালো। ‘স্ট্রিপ কুইন’ পুনম এবার হাজির হচ্ছে মোবাইল অ্যাপসে। খোদ পুনম এ কথা ট্যুইট করে জানিয়েছেন।
পুনমের বক্তব্য, ‘এবার সবচেয়ে হট অ্যাপস আসতে চলেছি আমার অনুগামীদের কাছে।’ পুনমের অ্যাপস আসার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই মডেল ও অভিনেত্রী তথা ইন্টারনেট সেনসেশনের অফিসিয়াল প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেয় ফেসবুক ইন্ডিয়া। ফলে শোকে রীতিমত মূহ্যমান পুনম এখন ফের অক্সিজেন খুঁজে পাচ্ছেন নতুন অ্যাপসের দৌলতে।