আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এলেন জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা। সম্প্রতি এই রূপসী নায়িকা হানি সিংয়ের 'দেশি কালাকার' গানের মিউজিক ভিডিওতে নতুন সাজে, রাফ লুকেই হাজির হন। সোনাক্ষির এমন লুকটি আলোচনার ঝড় তোলে। এই মিউজিক ভিডিওর আগে ফটোশুটে সোনাক্ষিকে দেখা যায় দক্ষিণী টাপরি স্টাইলে লুঙ্গি পরিহিত অবস্থায়। সোনাক্ষিকে এমন লুকে আকর্ষণীয় দেখানোর বদলে বেমানানই লেগেছে। এতে তার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন আর বলে ওঠেন, সোনাক্ষির মাথা নষ্ট হয়ে গেছে। সে বুঝতে পারছে না যে ক্যারিয়ারের এমন উঠতি পর্যায়ে এসে হানি সিংয়ের এমন একটি মিউজিক ভিডিওতে এভাবে নিজেকে উপস্থাপন কী করে করলেন? ব্লগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনাক্ষির ভক্তরা হতাশাভরা কণ্ঠে বলেন, সোনাক্ষির ভক্ত আমরা। এভাবে আপনাকে দেখতে আমরা চাই না।